পোস্টগুলি

দর্শন কি, শিক্ষা দর্শন কি এর প্রকৃতি,পরিধি ও দর্শন ও শিক্ষা দর্শন এর সম্পর্ক।

জীব ও জাগতের ব্যাখ্যা হল দর্শন ( A prational explanation of man and universe) দর্শন এর ইংরেজি   প্রতিশব্দ হল Philosophy গ্রীক ভাষাই Philo ও Sophia থেকে এসেছে। Philo শব্দ এর অর্থ হল ''Love'' বা ভালবাসা এবং Sophia শব্দ এর অর্থ হল ''Wisdom'' বা জ্ঞান।               সুতারাং, Philosophy শব্দের বুৎপত্তি গত অর্থ হল Love Of Wisdom  বা  জ্ঞানের প্রতি ভালবাসা।  দর্শনের সংজ্ঞা ; বিখ্যাত দার্শনিকদের দেওয়া সংজ্ঞার মাধ্যমে দর্শনের স্বরূপ বোঝা যায়: ১. অ্যারিস্টটল (Aristotle) বলেছেন: "Philosophy is a science which discovers the real nature of supernatural elements."  "দর্শন হল এমন এক বিজ্ঞান যা অতিপ্রাকৃতিক উপাদানগুলির প্রকৃত স্বরূপ আবিষ্কার করে।" ২. ফিখটে (Fichte) বলেছেন: "Philosophy is the science of Knowledge."   "দর্শন হল জ্ঞানের বিজ্ঞান।" ৩. প্লেটো (Plato) বলেছেন: "Philosophy aims at the knowledge of the eternal nature of things."  "দর্শনের লক্ষ্য হল বস্তুর চিরন্তন স্বরূপ সম্পর্কে জ্ঞান অর্জন করা।" ৪. ডক...