National Education Policy (2020)
National Education Policy (2020) ভূমিকা (Introduction) শিক্ষানীতি একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক গতিপ্রবাহের প্রধান চালিকা শক্তি। স্বাধীনতার পর ভারতের শিক্ষাব্যবস্থা বেশকিছু নীতি ও কাঠামোপ্রবন্ধমূলক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। ১৯৮৬ সালের National Policy on Education 1986 (“NPE 1986”) ভারতীয় শিক্ষার রূপায়ণে ছিল দীর্ঘকালীন মূল দিকনির্দেশক। কিন্তু সময়ের পরিবর্তন, বৈশ্বিকীকরণ, তথ্যপ্রযুক্তির বিস্তার, কাজ-দুনিয়ায় দক্ষতার চাহিদা এবং শিক্ষা ও দক্ষতা সংযোগের প্রয়োজনীয়তা সব মিলিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়নের আবশ্যকতা স্পষ্ট হয়ে ওঠে। ২০২০ সালের NEP তাই শুধু নীতিগত আপডেট নয় — এটি শিক্ষার প্রতিটি স্তর, কাঠামো ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে মূলগত সংস্কার আনার সিদ্ধান্ত করেছে। এই নীতিতে শিক্ষাকে কেবলমাত্র একটি সামাজিক সুবিধা হিসেবে নয়, বরং জাতীয় উন্নয়ন, মানবসম্পদ সৃজন ও জ্ঞান-ভিত্তিক অর্থনীতি গঠনের উপাদান হিসেবে দেখা হয়েছে। শিক্ষার অ্যাক্সেস (Access),অ্যকুইটি (Equity), কোয়ালিটি (Quality), অ্যাফোর্ডেবিলিটি (Affordability) ও অ্যাকাউন্টেবিলিটি (Accountability) — পঞ্চভিত্তিক স্তম্ভ হিসেবে নির্ধারণ কর...